রিঙ্কু সিংয়ের সৌজন্যে ‘ঈশ্বরের খেয়াল’ কথাটি ভারতীয় ক্রিকেট মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে সেই কথা হাতে নতুন ট্যাটু আঁকিয়ে নিয়েছেন ভারতের ব্যাটার।আহমেদাবাদে গত বছর আইপিএলে গুজরাট টাইটানস–কলকাতা নাইট রাইডার্স ম্যাচের শেষ ওভার করতে আসা যশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে অবিশ্বাস্য এক জয় এনে দেন রিঙ্কু
সেই দয়াল এ বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ পারফর্ম করেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্লে–অফ পর্বের ম্যাচেও শেষ ওভার করতে আসেন দয়াল। প্লে–অফে জায়গা করে নিতে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। মহেন্দ্র সিং ধোনি প্রথম বলেই দয়ালকে ছক্কা মারলে সবাই ভাবতে থাকেন গত বছরের স্মৃতি।এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান এই বাঁহাতি পেসার। দ্বিতীয় বলেই ধোনিকে আউট করেন। শেষ চার বলে দেন মাত্র ১ রান।
সেই ম্যাচের পর রিঙ্কু দয়ালকে মেনশন করে ইনস্টাগ্রামে লেখেন, ‘বাছা, সবই ঈশ্বরের খেয়াল।’ বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে সেই কথা দিয়েই হাতে ট্যাটু আঁকিয়ে নিয়েছেন রিংকু। ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের হাতে ট্যাটু আঁকিয়ে দিয়েছেন চিত্রশিল্পী বাঘব শেঠি।নতুন ট্যাটুর একাধিক ছবি মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিংকু।
সেখানে দেখা যাচ্ছে, একটি বৃত্তাকার নকশার মধ্যে ইংরেজিতে লেখা God’s Plan (ঈশ্বরের খেয়াল)। বৃত্তাকার নকশাটি আসলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং এর বিভিন্ন পাশে ৫টি বল। অর্থাৎ, রিঙ্কু গত বছর মাঠের যে দিক দিয়ে দয়ালের ৫ বলে টানা ৫ ছক্কা মেরেছিলেন, সেটারই ইঙ্গিত দিয়েছেন।
ভারতের হয়ে ২৫টি ম্যাচ খেলা রিঙ্কু সিং বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টিতে থাকছেন, তা অনেকটাই নিশ্চিত। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি–টোয়েন্টি। শেষ দুই টি–টোয়েন্টি ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.









































































































































