৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। আর টেস্টে ফিরেই দুরন্ত কামব্যাক পন্থের। বাংলাদেশের বিরুদ্ধে করেছেন শতরান। ১০৯ রান করেন তিনি।আর শতরান করে উচ্ছ্বসিত পন্থ। বললেন, এই শতরানের গুরুত্ব অনেক।

ম্যাচ শেষে পন্থ বলেন,” এই শতরানের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আমি চেন্নাইয়ে খেলতে ভালবাসি। দুর্ঘটনার পরে আমি তিনটে ফরম্যাটেই খেলতে চেয়েছিলাম। এটা আমার প্রথম টেস্ট। তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি প্রতিটা ম্যাচে রান করতে চাই। সেটা হচ্ছিল না। শেষ পর্যন্ত টেস্টে ফিরেছি। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা।” এখানেই না থেমে পন্থ আরও বলেন,” আমার ব্যাট করতে ভাল লাগছিল। দিনের শেষে মাঠে থাকাটাই আমার কাছে আসল। আমি নিজের মতো করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। ৩ উইকেট পড়ে যাওয়ার পরে জুটি বাঁধার চেষ্টা করেছি। আমি আর শুভমন গিল সেটা করতে পেরেছি।”

ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর , বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রত্যাবর্তন হয় পন্থের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করে আউট হয়ে যান পন্থ। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করেন ভারতীয় উইকেটরক্ষক।
আরও পড়ুন- বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি ভারতের




 
 
 
 




































































































































