ডিভিসির (DVC) ছাড়া জলে বানভাসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রাজ্যের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি তার প্রতিবাদে কেন্দ্রকে দুটি চিঠি এপর্যন্ত লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যের আধিকারিকরা এই পক্ষপাতের প্রতিবাদে সরব হলেন। রাজ্যের এক আধিকারিক ও এক ইঞ্জিনিয়ার যাঁরা ডিভিসির বোর্ড ও রেগুলেশন কমিটির (Regulation Committee) সদস্য ছিলেন। তাঁরা ডিভিসির দ্বিচারিতার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
রাজ্যের বিদ্যুৎ দফতরের সচিব আইএএস (IAS) আধিকারিক শান্তনু বসু শনিবার ডিভিসির বোর্ডের (DVC Board) সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে পদত্যাগের কারণ হিসাবে ডিভিসির ‘অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত’ জল ছাড়াকে দায়ী করেছেন। ডিভিসির এই পদক্ষেপের কারণে বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। একটা ব্যাপক অংশের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন, বলে উল্লেখ করে ডিভিসি বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা করেন।
বিদ্যুৎ দফতরের সচিবের পাশাপাশি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সেচ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ারও। দামোদর ভ্যালি রিসার্ভার রেগুলেশন কমিটি-র (DVRRC) সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রাজ্যের মুখ্য ইঞ্জিনিয়ার। এক্ষেত্রেও যে ডিভিসির হঠকারি সিদ্ধান্তই দায়ী তা বলাই বাহুল্য।