সেপ্টেম্বরে শহরে সুখবর, প্রাক পূজা আবহে মহানগরীতে ফিরছে কুড়ি বছর আগের নস্টালজিয়া। প্যান্ডেলের থিম নয়, বরং বাস্তবেই নতুন ভাবে সেজে ওঠা ‘গ্লোব’ (Globe) দেখতে পাবেন বিনোদন জগতের (Entertainment Industry)অনুরাগীরা। এক কথায় খোলনলচে বদলে লিন্ডসে স্ট্রিটের সেই ‘গ্লোব’ সিনেমা দুর্গাপুজোর আগেই দুই পর্দার মাল্টিপ্লেক্স রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। নতুন গ্লোবে থাকছে দু’টি অডিটোরিয়াম! একটিতে আসন সংখ্যা ২৪৩ এবং অন্যটিতে ১৯৮।

সাল ১৯২২, জনসাধারণের বিনোদনের উদ্দেশ্যে গ্লোব সিনেমা হল শুরু করেন ব্রিটিশরা। একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। যেখানে ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘জস’, ‘স্টার ওয়ারস’ বা ‘টাইটানিক’ – এর মতো সিনেমা দেখেছেন বাঙালি দর্শক এই সেপ্টেম্বরেই তার পুনরায় উদ্বোধন হতে চলেছে।এবার নস্টালজিয়া সঙ্গে মিশেছে আধুনিকতা। শতদীপ সাহা নামের এক ব্যক্তি ‘ গ্লোব ‘ কিনে সেটিকে নতুন করে সাজিয়েছেন। যদিও ঐতিহ্যবাহী এই সিনেমা হলের দুই পর্দার মাল্টিপ্লেক্স ঠিক কবে উদ্বোধন হবে তা এখনও স্পষ্ট নয়।












































































































































