ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতিয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৮১ । ৩০৮ রানে এগিয়ে রোহিত শর্মার দল। দ্বিতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

গতকাল চেন্নাইয়ে ক্রিজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেন ভারতের দুই অলরাউন্ডার। তবে অশ্বিন বা জাদেজা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১১৩ রানে শেষ হয় অশ্বিনের ইনিংস। জাদেজা আউট হন ৮৬ রানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন শাকিব আল হাসান। ২৭ রান করেন মেহদি হাসান মির্জা। ২২ রান করেন লিটন দাস। ২০ রান করেন অধিনায়ক শান্ত। ভারতের হয়ে ৪ উইকেট যশপ্রীত বুমরাহ-এর। দুটি করে উইকেট আকাশদীপ, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজের। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় দল। আর শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ১০ রানে আউট হন যশস্বী জসওয়াল। ৫ রানে আউট রোহিত শর্মা। এদিনও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ব্যর্থ বিরাট কোহলিও । ১৭ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে আছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ১২ রানে অপরাজিত পন্থ। ৩৩ রানে অপরাজিত গিল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তাস্কিন আহমেদ , রানা এবং মেহদির। দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির বুমরাহ-এর, কি রেকর্ড গড়লেন তিনি ?










































































































































