এক নিম্নচাপ সরতে না সরতেই ফের ঘূর্ণাবর্তের (Cyclonic Formation) আশঙ্কা। শনিবার থেকেই নিম্নচাপ শক্তি বাড়াতে শুরু করবে যা আগামী সোমবারের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও তার গতিপ্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না কিন্তু IMD সতর্ক করে জানিয়েছে যে এটাই শেষ নয়, অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ভাসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের (Durga Puja days) দিনগুলো।

হাওয়া অফিস বলছে, আগামী শনিবার থেকে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তা রবি ও সোমে অতি গভীর নিম্নচাপ হয়ে দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ, তাপমাত্রার (Temperature) পারদ উর্ধ্বমুখী। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি বেশি। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। আপাতত মৎস্যজীবীদের জন্য কোন সতর্কতা নেই। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।












































































































































