টাইফুন ‘ইয়াগি’র দাপটে বিধ্বস্ত মায়ানমার। ধস নেমেছে জায়গায় জায়গায়। টাইফুনের দাপটে এখনও পর্যন্ত কমপক্ষে ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৯০ জন। জোরকদমে চলছে উদ্ধারকার্য। বিপর্যয়ের জেরে ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার সঙ্গে। তাই হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইফুনের দাপটে চলছে লাগাতার বৃষ্টি। জানা গিয়েছে গত ৬০ বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে এই বছর। লাগাতার ভারী বৃষ্টিতে বহু শহর, গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে, সেনা পরিষদের প্রধান সিনিয়র জেনারেল মিন ওং লেইং বিদেশ থেকে ত্রাণ এবং অর্থসাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন।

টাইফুনের তাণ্ডবে এখনও পর্যন্ত দেশের মধ্য এবং পূর্বভাগে ২৪টি সেতু, ৩৭৫টি স্কুল, একটি বৌদ্ধ মনাস্ট্রি, পাঁচটি বাঁধ, চারটি পগোড়া, ১৪টি ট্রান্সফর্মার, ৪৫৬টি বিদ্যুতের খুঁটি এবং ৬৫ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- বিচার কবে? প্রশ্ন তুলে ফের মিছিলে ডাক্তার থেকে আম জনতা





 
 
 
 
































































































































