আর জি কর-কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে যে কোনও বিতর্কিত মন্তব্য জনমানসে বিরূপ প্রভাব ফেলছে। সেই কারণে এই নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, আর জি কর নিয়ে যা বলার একমাত্র বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্ত্রিসভার আর কোনও সদস্য এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। অযথা বিতর্ক এড়াতেই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।আর জি করে (R G Kar Madical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস খুন-ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে নানা মন্তব্য হচ্ছে। কখনও আন্দোলনের সঙ্গে চিনের জুতো শ্রমিকদের ধর্মঘটের তুলনা, কখনও জুনিয়র ডাক্তাদের উদ্দেশে নেতিবাচক মন্তব্য- নিয়ে বিভিন্ন ব্যাখ্যা-সমালোচনা হচ্ছে। এই কারণে এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, আর জি করের ঘটনা নিয়ে অন্য কোনও মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না। যা বলার একমাত্র মুখ্যমন্ত্রীই বলবেন।
এ মাসের ১ তারিখে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মনোজ পন্থ। তাঁকে নিয়োগের পরে সোমবার প্রশাসনিক বৈঠক হয়। মঙ্গলে হল মন্ত্রিসভার বৈঠক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.