পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। ভাদ্রের গরমে ঝেপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। যদিও শুক্রবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৪ ডিগ্রিতে। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান আপাতত ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল। এটি ধীরে ধীরে উত্তরে এগোনোর পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।











































































































































