আইনে নির্দিষ্ট করে বলা আছে ধর্ষিতার নাম, পরিচয়, ছবি প্রকাশ্যে আনা যাবে না। শুধু ধর্ষিতা নয়, তাঁর পরিবারের কোনও সদস্যের নাম, পরিচয়, ছবি প্রকাশ্যে আনা অপরাধ। কিন্তু আইন-আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে শুরু থেকেই আর জি করের নির্যাতিতা চিকিৎসকের ছবি থেকে থেকে শুরু করে নাম, পরিচয়, সমস্ত কিছুই একেবারে প্রকাশ্যে আনছেন অনেকে। আদালতের কড়া নির্দেশের পরও খামতি নেই অতিউৎসাহীদের। বার বার বলার পরেও আর জি করের (RG Kar Hospital) নির্যাতিতার ছবি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।


এবার আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ‘ভুয়ো’ অ্যাকাউন্ট ব্যবহার করে ওই সব পোস্ট করা হয়েছে। এ বার বিষয়টি সিবিআইকে খতিয়ে দেখতে বলল কলকাতা হাইকোর্ট।

আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ওই বিষয়টি সিবিআই খতিয়ে দেখে রিপোর্ট দেবে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ওই পোস্ট নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, “এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।”

আরও পড়ুন: তৃণমূলের পতাকা পোড়ানো-ঋতুপর্ণাকে কুকথা: আবেগের আড়ালে কারা? প্রশ্ন তুলে প্রতিবাদ কুণালের








































































































































