হরিয়ানাতে বাংলার যুবক গোরক্ষকদের হাতে খুন হন। সেই পিটিয়ে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের (Sabir Mallik) স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। বুধবার সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক (Shakila Sardar Mallik) কন্যা-সহ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্য়াটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে শাকিলাকে নিয়োগ করা হয়েছে।
ছাব্বিশের সাবির (Sabir Mallik) হরিয়ানায় (Haryana) কাজ করতেন। জীবনতলার বাসিন্দা হলেও বিয়ের পর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে বাসন্তীতে যান সাবির। এর পরে কাজের জন্য হরিয়ানা যান। সেখান থেকে বছরে একবার বাড়ি আসতেন তিনি। ২৭ অগাস্ট হরিয়ানার চরখি দাদরি জেলায় কয়েকজন তাঁকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। অভিযোগ, সাবির গোমাংস খেয়েছেন সন্দেহে তাঁকে মারধর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের শাসকদল। মৃতের প্রতিবারের সঙ্গে কুলতলির বাড়িতে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম-সহ অন্যরা। সেই সময়ই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বুধবার শাকিলাকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চার বছরের মেয়েকে নিয়ে আসেন শাকিলা। তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শিশুকন্যার সঙ্গেও সময়কাটান মমতা।
 











 
 
 
 

Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































