আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মুখর রাজ্যবাসী। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা বিল’। দলমত নির্বিশেষে সবার মুখে একটাই স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’। এবার অভিনব প্রতিবাদ করে নজির গড়ল খাবার ডেলিভারি সংস্থা সুইগি। খাবারের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ‘বিচার চায় তিলোত্তমা’ স্লোগান।
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সুইগি’র একটি বিল। একদম ওপরে ইংরেজি হরফে বড় বড় করে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস!’ এর ঠিক নিচেই লেখা ‘ফর আরজি কর কেস’। ওই বিলে হ্যাজট্যাগ দিয়ে লেখা, বিচার চায় তিলোত্তমা। সেই সঙ্গে আরও প্রশ্ন তোলা হয়েছে, মহিলা- কর্তব্যরত মহিলা চিকিৎসক- চিকিৎসকরা নিরাপদ?
এই ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। সুইগির এমন অভিনব প্রতিবাদের ভাষাকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, অন্যান্য বেসরকারি সংস্থাও এভাবেই গড়ে তুলুক প্রতিবাদ। সকল দোষীদের গ্রেফতার ও চূড়ান্ত শাস্তির দাবিতে সরব হোক সমাজের সমস্ত স্তরের মানুষ।






































































































































