এবার একশো দিনের কাজের কর্মীদেরও বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি করা হল শনিবার। শুক্রবার পুরসভার অধিবেশনে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরই এদিন নির্দেশিকা জারি করা হয়।

কলকাতা পুরসভায় ১০০ দিনের প্রকল্পে কর্মীর সংখ্যা ১৫ হাজারেরও বেশি। অধিকাংশই জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন৷ বাকিরা কাজ করেন ইঞ্জিনিয়ার, উদ্যান ও পিএমইউ বিভাগে৷ তাঁদের অনেকেই হাজিরা খাতায় নাম লিখে চলে যেত। এবার আর কাজে ফাঁকি দেওয়া যাবে না। বায়োমেট্রিক ব্যবস্থা এর আগে নিকাশি-সহ অন্য বিভাগে চালু হয়েছিল, এবার তা চালু হল একশো দিনের কাজেও। মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা অধিবেশনে এই প্রস্তাব পাস করেছি। এবার সব তথ্য থাকবে। নিয়মমাফিক কাজে আসবেন সবাই। একশো দিনের কর্মীদের উপর ডিজিটাল নজরদারি চলবে।
আরও পড়ুন- কৃষকদের সুরক্ষায় ধান-ভুট্টাকে শষ্য বীমার আওতায় আনছে রাজ্য, আবেদনের শেষ তারিখ কবে?







































































































































