ফের মহারাষ্ট্রে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত সাফাইকর্মী

0
3
ফের মহারাষ্ট্রে (Maharashtra) স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন ও জোর করে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ উঠল স্কুলেরই সাফাই কর্মীর বিরুদ্ধে! বদলাপুরের (Badlapur ) ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নন্দুরবারে (Nandurbar) এমন অভিযোগে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। শিন্ডে সরকারকে (Eknath Shinde Govt) কাঠগড়ায় তুলে ইতিমধ্যে সরব বিরোধীরা।
পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টির কথা ছাত্রী তার অভিভাবকদের জানালে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই পরিবারের তরফে, পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে অভিযোগ প্রকাশ্যে আসতেই সাফাইকর্মীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষ। সাফাই কর্মীকে কাজ থেকে ছাঁটাইয়ের পাশাপাশি তার কঠোর শাস্তির দাবি জানানো হয়। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট গঠন করা হবে।
নন্দুরবারের পুলিশ সুপার আরও বলেন, গত ২৭ অগাস্ট জেলার একটি স্কুলে এই অভিযোগ উঠেছে। স্কুলের এক সাফাইকর্মী এক ছাত্রীকে পর্নোগ্রাফি দেখানোর পাশাপাশি তাঁর যৌন নিগ্রহও করেন বলে অভিযোগ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।