বর্ষায় ভয়ঙ্কর রূপ নিয়েছে নদী। সেখানে ছুড়ে ফেলা হচ্ছে একের পর এক গরু। এমন নৃশংসতার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখে আরও একবার চমকে উঠছে দেশবাসী। ঘটনাটি গো বলয়ের অন্যতম প্রধান রাজ্য মধ্যপ্রদেশের সাতনায় ঘটেছে। বিজেপি শাসিত এই রাজ্যে গো হত্যা ও গো-সম্পর্কিত হিংসার বিরুদ্ধে যেখনে কড়া আইন রয়েছে সেখানে কীভাবে এই নৃশংস ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

রেল ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলা হয়েছে কমপক্ষে ৫০টি গরু। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০টি গরুর। এই ঘটনায় বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরি, রাজু চৌধুরিকে আটক করা হয়েছে। এই ৪ জন বাদে আর কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নদীতে যে গরুগুলি ভেসে গিয়েছে তার মধ্যে কয়েকটি গরুকে উদ্ধার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ‘গৌবংশ বধ প্রতিষেধ অধিনিয়ম’ এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রয়োজনীয় ধারায় মামলা দায়ের করে তদন্ত চলছে।
আরও পড়ুন- বদলা নয়, ফোঁস করুন: TMCP-র নেতা-কর্মীদের কেন এই বার্তা তৃণমূল সুপ্রিমোর!










































































































































