আর জি কর কাণ্ডকে (RG Kar Medical College and Hospital) শিখণ্ডী করে লাশের রাজনীতিতে ব্যস্ত বিজেপির (BJP) ডাকা কর্মনাশা বনধকে সমর্থন করেননি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। পদ্ম শিবিরের নোংরা রাজনীতির বিপক্ষে মৃত চিকিৎসকের পরিবারও । তাই বনধ ব্যর্থ করে, আর জি কর হাসপাতালের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে এবং নির্যাতিতার সঙ্গে যা হয়েছে সেই ঘটনার বিচারের স্লোগান দিয়ে আজ শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে আন্দোলনরত ডাক্তাররা। এদিন দুপুর ১২:৩০ মিনিট নাগাদ শ্যামবাজারে জমায়েত শুরু হয়। মিছিলে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং কলেজ ছাত্রীরাও রয়েছেন।

স্বাস্থ্য পরিষেবার দুর্নীতি থেকে শুরু করে ধর্ষকের শাস্তির দাবিতে অবস্থান-বিক্ষোভে আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি – বেসরকারি হাসপাতালে চিকিৎসকরাও। কিন্তু ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানে কোনও রাজনৈতিক রঙ না মেশানোর অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু ঘোলা জলে রাজনীতি করা বিজেপি সেই কথা না মেনে ‘কুর্সি’ দখলের নোংরা খেলায় বাংলাকে অশান্ত করে চলেছে। আজ ভারতীয় জনতা পার্টির বনধকে ব্যর্থ করে, চিকিৎসক তরুণী খুনের বিচার চেয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত পৃথক মিছিলে সামিল হয়েছেন ডাক্তাররা। এই মিছিলে পা মেলানোর জন্য বনধ উপেক্ষা করেই নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।










































































































































