চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ! কেরলে গ্রেফতার যুবক, অস্বস্তিতে বিজয়ন

0
3

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চুরির পাশাপাশি ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ! কেরলের (Kerala) আলাপুজার ঘটনা। বৃদ্ধার একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে শনিবার রাতেই তাঁর বাড়িতে হানা দেয় অভিযুক্ত। বৃদ্ধার গয়না নিয়ে চম্পট দেওয়ার পাশাপাশি তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এরপরই ঘটনার কথা জানাজানি হতেই রবিবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ (police)। এমনিতেই যৌন নিগ্রহের ঘটনা রুখতে শনিবারই একটি তদন্তকারী তদল গঠন করেছে পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) সরকার। কিন্তু তার মধ্যে ফের এমন ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভূমিকা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক আগে থেকেই জানতেন বৃদ্ধা একা থাকেন ওই বাড়িতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। শনিবার রাতে বৃদ্ধা যখন ঘুমোচ্ছিলেন সেই সুযোগে তাঁর বাড়িতে ঢোকে অভিযুক্ত। এরপর বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এরপর বৃদ্ধাকে একা পেয়ে প্রথমে ধর্ষণ এবং পরে তাঁর সোনার গয়না চুরি করে চম্পট বছর ২৯-র যুবকের। পাশাপাশি বৃদ্ধাকে ঘরে আটকে এবং তাঁর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে‌। তবে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার কারণে শনিবার রাতে বৃদ্ধা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রবিবার সকালে বাড়ির দরজা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই দরজা খুলে বৃদ্ধাকে উদ্ধার এবং হাসপাতালে পাঠিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।

অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সূত্রের খবর, রবিবার রাতে বৃদ্ধার বাড়ি থেকে চুরি করা সোনা বিক্রি করতে গিয়েই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়।