RG Kar Case: দ্রুত বিচার চাই! আর জি কর কাণ্ডে ফের পথে নামলেন ছোটপর্দার শিল্পীরা

0
4

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আম জনতা থেকে সেলিব্রিটি সকলেই। ফের আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রবিবার রাস্তায় নামলেন ছোটপর্দার শিল্পীরা (Television Industry)।

রবিবার আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ইন্দ্রপুরী স্টুডিও থেকে রাস্তায় নামেন ছোটপর্দার শিল্পীরা (Television Industry)। দেশপ্রিয় পার্কের উদ্দেশে শুরু হয় মিছিল। চলে স্লোগানিং। এদিনের মিছিলে রাস্তায় হাঁটেন রাহুল বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, তুলিকা বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, শ্রুতি দাস, মানসী সিনহা, শ্রীতমা রায়চৌধুরী, ইন্দ্রনীল মল্লিক, সুমন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই। মিছিলের পুরোভাগে দেখা গেল অঞ্জনা বসু, শ্রুতি দাসকে।

এদিনের মিছিল থেকে আর জি কর কাণ্ডের দ্রুত বিচার চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরও প্রশ্ন তোলেন অনেকেই। পাশাপাশি নার্সদের নাইট শিফটে কাজ না করতে দেওয়ার পক্ষে সওয়াল করেন তাঁরা। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেও বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- আইফার ঢাকে কাঠি, সঞ্চালনার দায়িত্বে কিং খান