রিলে নয় রিয়েলে, অ্যাপ ক্যাব দুর্ঘটনায় আহত সাহেব ভট্টাচার্য

0
2

রাতের শহরে দুর্ঘটনার কবলে টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য। অভিনেতার আঘাত গুরুতর না হলেও তাঁর সহকারী বেশ আহত হয়েছেন বলেই দাবি সাহেবের। তবে ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছেন না কথা সিরিয়ালের অগ্নিভ।

শুক্রবার রাতে প্রায় সাড়ে ১০টা নাগাদ জোকায় শুটিং সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। অ্যাপ ক্যাবে ফেরার পথে জেমস লন সরণিতে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। প্রায় ১৮০ ডিগ্রি উল্টে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাহেবের দাবি, মুহূর্তের মধ্যে কী হল তিনি বুঝতেই পারলেন না। হঠাৎ গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে ১৮০ ডিগ্রি উল্টে যায়। প্রায় দরজা ভেঙে বেরিয়ে আসেন তিনি ও তাঁর সহকারী। তবে কলকাতা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কথা জোর গলায় উল্লেখ করেছেন অভিনেতা। কথা নয়, স্থানীয়রাই হারিয়ে যাওয়া মোবাইল ব্যাগ খুঁজে এনে দেন।

দুর্ঘটনায় ঘাড়ে সামান্য চোট পেয়েছেন বলে জানান তিনি। তাঁর সহকারীর হাতে কাঁচ ঢুকে যায়। তবে অ্যাপ ক্যাব নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাহেব। গাড়ির এয়ারব্যাগ কাজ না করারও অভিযোগ করেছেন। সংস্থায় অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। পুলিশ গাড়িটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে।