Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) শুক্রবার প্রকাশিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্ব। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান। এদিন প্রকাশিত হল সূচি। ১৮ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র অভিযান শুরু করবে সবুজ-মেরুন।

২) কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গল-এর। এদিন লিগে দুরন্ত জয় পেল লাল-হলুদ। শনিবার কলকাতা লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে উড়িয়ে দিল বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল এডউইন- এর। একটি করে গোল জেসিন টিকে এবং আজাদের।

৩) বাতিল ডুরান্ড কাপের ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ডের বড় ম্যাচ। জানা যাচ্ছে, ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

৪) এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। ডার্বির সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। ডার্বির পক্ষের কুণাল ঘোষ।

৫) আগামি বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। এরই মধ্যে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা নাকি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, এশিয়া কাপের মতন অন্য জায়গায় ম্যাচের আয়োজনের কথা জানায় বিসিসিআই। আর এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের অবস্থান জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ