আগামী অক্টোবরে বসতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে শুরু এই প্রতিযোগিতা। বাংলাদেশে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে এরই মধ্যে এল বড় আপডেট। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবছে আইসিসি। জানা যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করেছে আইসিসির। তাই তারা বিকল্প ভেন্যু নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন।
সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভাবাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে। তাই তারা প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু বিসিসিআই মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে রাজি হননি। এরপরই সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবে আইসিসি। যদিও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। সূত্রের খবর, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন আইসিসি কর্তারা।
যদিও জানা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী। তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন আইসিসি কর্তাদের সঙ্গে। সূত্রের খবর, প্রতিযোগিতার চূড়ান্ত পরিকল্পনা তৈরির জন্য আইসিসির কাছে পাঁচ দিন সময় চেয়েছেন তারা।
আরও পড়ুন- বিনেশের প্রশংসায় মোদি, কী বললেন প্রধানমন্ত্রী ?