কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নিজেদের সিদ্ধান্ত বদল করল আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA)। আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের দেশ জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত রেসিডেন্ট ডাক্তারদের। বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন দুপুরে বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফোরডা। বুধবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর। তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রেসিডেন্ট ডাক্তাররা। নতুন করে এমন সিদ্ধান্তে দেশে স্বাস্থ্য ব্যবস্থা বড়সড় বিপর্যয়ের মুখে।

গত রবিবার ফোরডা বিবৃতি দিয়ে জানিয়েছিল, সোম ও মঙ্গলবার দেশের হাসপাতালগুলিতে শুধুমাত্র জরুরি ছাড়া বাকি পরিষেবা বন্ধ থাকবে। এরপর বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার তরফে চিকিৎসকদের সুরক্ষার আশ্বাস পেয়ে প্রাথমিক ভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আবাসিক চিকিৎসকরা। কিন্তু বুধবার রাতে আর জি করে ভাঙচুরের ঘটনায় ফের সিদ্ধান্ত বদলেছেন তাঁরা। এদিন সংগঠনের তরফে বিবৃতি দিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, গভীর রাতে আরজি করে ঢুকে ভাঙচুর চালানোর ঘটনার তীব্র নিন্দা করে ফের কর্মবিরতি শুরু করতে চলেছে ফোরডা। গতকাল রাতের বর্বরতার ঘটনায় আমরা সকলেই বিস্মিত, মর্মাহত। এই ঘটনা আমাদের সকলের কর্মজীবনের অন্ধকারতম অধ্যায়। এই অবস্থায় আমরা অবিলম্বে আবারও কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত নিচ্ছি।


অ্যাসোসিয়েশনের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য আহ্বায়কদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে লাগাতার চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচির কারণে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। কর্মবিরতি শুরু হয়েছে দিল্লি, মুম্বই, লখনউ, কর্নাটক সহ দেশের বিভিন্ন হাসপাতালেও।











































































































































