আর জি করে (R G Kar Hospital) কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মেইন কালপ্রিট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্তে এগিয়ে নিয়ে যেতে সঞ্জয়কে ১৪দিনের পুলিশ হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। এই নক্কারজনক ঘটনার সঙ্গে আরও কেউ বা কারা যুক্ত কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।


এবার ধৃত সঞ্জয় রায়ের হাসপাতালের গতিবিধি ট্র্যাক করতে শুরু করলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) সিসিটিভি ফুটেজের গত ৪০ দিনের স্টোরেজ রয়েছে। যা তদন্তের ক্ষেত্রে পুলিশকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন থেকে শুরু করে আগের ৩০ দিন পর্যন্ত কবে কবে সঞ্জয় হাসপাতালে এসেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, হাসপাতালে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, হাসপাতালে সে কোথায় কোথায় গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিস। একইসঙ্গে ঘটনার দিন টানা ৩৬ ঘণ্টা ডিউটি করছিলেন ওই মহিলা চিকিৎসক। ফলে তাঁকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজ থেকে অনেকাংশে পরিষ্কার হবে বলেই মনে করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন:তদন্তের অগ্রগতি থেকে কর্মবিরতিতে পরিষেবার হাল: নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর








































































































































