কী কারণে মৃত্যু ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার থর্পের, সামনে এল কারণ

0
2

গত ৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হন তিনি। তবে সেই সময় থর্পের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এবার থর্পের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন থর্পের স্ত্রী আমান্ডা। তিনি জানান স্বাভাবিক মৃত্যু হয়নি থর্পের। আত্মঘাতী হয়েছেন তিনি।

এই নিয়ে আমান্ডা এক সংবাদমাধ্যমে বলেন, “ থর্প আমাদের খুব ভালবাসত। আমরাও ওকে খুব ভালবাসতাম। তারপরেও মানসিক অবসাদে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ও। থর্পের মনে হত, ও না থাকলে আমাদের জীবন আরও ভাল হবে। সেটা ভেবে ও নিজেই নিজেকে শেষ করে দিল। ” এরপর তিনি আরও বলেন, “ ক্রিকেটজীবনে থর্প মানসিক ভাবে খুব শক্তিশালী ছিল। কিন্তু খেলা ছাড়ার পরে হতাশা গ্রাস করল ওকে। গত কয়েক বছর ধরে হতাশা ওকে শেষ করে দিচ্ছিল। ২০২২ সালের মে মাসেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প। কিন্তু পারেনি। তারপর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিল। আমরা ওকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম। মাঝে ও সুস্থও হয়েছিল। কিন্তু কোনও কিছুই কাজে দিল না। ও চলে গেল।”

১৯৯৩ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় থর্পের। প্রথমে একদিনের দলে অভিষেক। সেই বছরই টেস্ট দলে খেলেন তিনি। ২০০২ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলেছেন থর্প। ২০০৫ সালে টেস্ট থেকে অবসর নেন এই বাঁ হাতি ব্যাটার।

আরও পড়ুন- বিনেশের ওজন বিতর্ক নিয়ে মুখ খুললেন পিটি ঊষা, দায় চাপালেন ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরের