ফের বেপরোয়া গতির জের! সেকারণেই জোড়া দুর্ঘটনা শহর কলকাতায় (Kolkata)। ইতিমধ্যে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ (Tollygaunge) রেলব্রিজের (Railway Bridge) কাছে ঘটে যায় দুর্ঘটনা। এদিন রাতে, কালীঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার মাঝে রাখা একটি গার্ডরেলে ধাক্কা মারে একটি স্কুটার। গুরুতর আহত অবস্থায় চালককে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur) নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, মৃত কৃষ্ণেন্দু দাস এম আর বাঙুর হাসপাতালের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ওই যুবক মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।


অন্যদিকে, বুধবার সাতসকালে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গতির বাইক। এদিন সকাল নটা নাগাদ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে রাস্তা পারাপারের সময় মহিলাকে ধাক্কা মারে বাইকটি। ঘটনার জেরে রাস্তার ধারে ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি ওই মহিলাকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বাইক চালককে আটক করেছে পাটুলি থানার পুলিশ। সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।











































































































































