শ্রাবনের শেষ সপ্তাহে ফের বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে বাংলা। আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সকাল থেকেই কলকাতা-সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর বিস্তৃত হওয়ার কারণে ভারী বৃষ্টি হবে পশ্চিমের কয়েকটি জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।

অফিস বলছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টি হতে পারে।










































































































































