রেশন মামলার (Ration Case) তদন্তে নেমে ইডির (ED ) হাতে রহস্যজনক চিঠি! ধৃত আনিসুর রহমান বিদেশ এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানের ব্যক্তিগত লেনদেন নিয়েও সংশয়ে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ED আধিকারিকদের দাবি এদের দুজনের কাছ থেকে দু দফায় প্রায় ১.৬৪ কোটি টাকা নিয়েছিলেন অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। যদিও এই টাকার সঙ্গে রেশন মামলার কোনও সম্পর্ক আছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই সংক্রান্ত একটি ‘চিঠি’ গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে বলে খবর মিলেছে। বাকিবুর রহমানের (Bakibur Rahman) কাছ থেকেও প্রায় ৯০ লক্ষ টাকা আনিসুর আলিফের কাছে এসেছে বলেও ইডির তরফে দাবি করা হয়েছে। আত্মীয়তার কারণে এই লেনদেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে আনিসুর এবং আলিফকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার তাঁদের আদালতে পেশ করে হাসপাতালে ভর্তি থাকার সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বাজেয়াপ্ত চিঠির কথা উল্লেখ করে ED। ধৃতদের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের কাছ থেকেও বেশকিছু নথি ও ডিজিটাল তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।










































































































































