জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণীর মর্মান্তিক পরিণতি

0
3

ব্যাপক বৃষ্টি, তার মধ্যেই বিদ্যুৎপৃষ্ট (Elotrocuted) হয়ে মৃত্যু এক কলেজ ছাত্রীর। গতকাল, বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট (Eletrocuted) হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়।

তাঁর বাবা সেই সময় নিজের দোকানেই ছিলেন। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাবা ও মেয়েকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।সিইএসসি-কে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। সেখান থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই কলেজছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: শ্রাবণের স্বমহিমায় ভোগান্তি, এবার চুঁচুড়া- চন্দননগরের মাঝে রেললাইনে ধস !