বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) জন্মদিন। ঘটা করে বিধানসভায় পালনও করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু তার আগেই শুভেচ্ছা জানিয়ে বাজিমাৎ করলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, বিধাননগর আদালত চত্বরে দেখা হতেই প্রথমে সৌজন্য় বিনিময় ও পরে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান আরেক ঘোষ কুণাল।

সল্টলেকের MP-MLA কোর্টে মামলার কারণে আইনজীবী অয়ন চক্রবর্তীকে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। অন্য এজলাসে ২০১৯-এর একটি মামলার শুনানি ছিল দিলীপ ঘোষের। বিচারক ছিলেন না বলে ওই মামলাটি পিছিয়ে যায়। সেই সময়ই দুজনের মুখোমুখি সাক্ষাৎ হন কুণাল-দিলীপ। দেখা হতেই দিলীপের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল (TMC) নেতা। এই সময়ই তিনি জানতে পারেন আজ বিজেপি (BJP) নেতার জন্মদিন। সঙ্গে সঙ্গেই হাত বাড়িয়ে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান কুণাল। বলেন, খুব ভালো থাকবেন।
বিধাননগর আদালত থেকেই বিধানসভায় যান দিলীপ ঘোষ। সেখানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া রাজনীতির অন্দরের সমীকরণ যাই হোক, দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষ্যে একটি ঐক্যের ছবি ধরা পড়ল বিধানসভার বিরোধী দলনেতার ঘরে। দিলীপ যেতেই তাঁকে লাল গোলাপের তোড়া দিয়ে স্বাগত জানান শুভেন্দু। পরিয়ে দেওয়া হয় গেরুয়া উত্তরীয়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কালাকাঁদ খাইয়ে দেন শুভেন্দু।
তবে, এদিন শুভেন্দুর আগেই দিলীপকে শুভেচ্ছা জানিয়ে দিনের সেরা ফ্রেম তৈরি করে দেন কুণাল ঘোষই। বিজেপির জন্মদিন পালনের আগেই ভাইরাল হয়ে যায় দিলীপ-কুণালের হাতে হাত ধরা ছবি। রাজনৈতিক মহলের রসিকতা, দিলীপের জন্মদিনেও শুভেন্দুকে জমি ছাড়লেন না কুণাল।











































































































































