সচিব স্তরে বড়সড় রদবদল। নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার। তিনি পুর ও নগরোন্নয়ন দফতরেরের দায়িত্বে ছিলেন। এখনকার শিক্ষা সচিব মণীশ জৈনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব করা হল। নতুন পুর ও নগরোন্নয়ন সচিব হলেন গুলাম আলি আনসারি। তাঁর জায়গায় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্ব পেলেন পি বি সেলিম। জিটিএ–এর নতুন প্রধান সচিব হলেন বিজয় ভাট্টি। এই পদে এতদিন ছিলেন সৌম্য পুরকাইত। তাঁকে সেট গেজেটিয়ার্সের দায়িত্ব দেওয়া হল। কারিগরি শিক্ষা দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি হলেন জয়সী দাশগুপ্ত।
একাধিক দফতরে নতুন বিশেষ সচিবও নিয়োগ করেছে নবান্ন। খাদ্য দফতরের বিশেষ সচিব করা হয়েছে অমিত রায়চৌধুরীকে। পাশাপাশি, উচ্চশিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্বও সামলাতে হবে তাঁকে। উচ্চশিক্ষা দফতর এবং জলসম্পদ উন্নয়ন দফতরের বিশেষ সচিব (সিনিয়র)-এর দায়িত্ব দেওয়া হয়েছে শিলাদিত্য বসু রায়কে।
আরও পড়ুন- ওয়েনাড়ে ধসে মৃত্যু বেড়ে ১৬৪, ৮ জেলায় বৃষ্টিতে জারি রেড অ্যালার্ট









































































































































