খাস কলকাতায় বাড়ির ছাদে মিলল বোমা- গুলি! গোপন সূত্রে খবর পেয়ে একবালপুরের কার্ল মার্কস সরণীর ৪১এ/ ১/বি ঠিকানার দোতলা বাড়ির ছাদে তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই কালো রঙের স্কুল ব্যাগের থেকে উদ্ধার ৭টি তাজা বোমা, কার্তুজ। চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। শহর কলকাতার বুকে দোতলা বাড়ির ছাদে কীভাবে বোমা-গুলি এল তা জানতে তদন্তে একবালপুর থানার পুলিশ (Ekbalpur Police Station)।
বাড়ির মালিক জানাচ্ছেন একতলা ও দোতলায় তাঁর কোম্পানির লোকজন থাকেন অনেকেই আসা যাওয়া করে তাই বাড়ির ছাদে যাওয়া বাইরের লোকের পক্ষে অসম্ভব কিছু নয়। কিন্তু গোটা ঘটনা বিশ্বাস করতে পারছেন না তিনি। তিনি বলেন, “পুলিশ কীভাবে লিড পেল, কীভাবে বোমা গুলি পেল, আমি কিছুই জানি না। আমাকে পুলিশ কিছুই জানায়নি। ১ তারিখ থেকে আমি অন্য একটা আইনি কেসে ফেঁসে রয়েছি। কোর্ট আসা যাওয়া করছি। চার জন গ্রেফতার হয়েছে।” বাড়ির মালিক জানান গ্রাউন্ড ফ্লোরে লেবাররা থাকেন তবে তাঁরা সামনের রাস্তা দিয়ে ছাদে যেতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো পিছনের রাস্তা ব্যবহার করা হয়েছে। এবিষয়ে পুলিশকে তদন্তে সাহায্য করার পাশাপাশি বাড়ির CCTV ক্যামেরা বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।