আর মাত্র কয়েক ঘণ্টা পর শ্যেন নদীর ৬ কিলোমিটার জুড়ে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024)অভিনব ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রথম স্টেডিয়ামের বাইরে উদ্বোধন। কিন্তু তার আগেই বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা। হামলার জেরে স্তব্ধ ফ্রান্সের রেল পরিষেবা (Attack on Railway in Frans)। রাতের অন্ধকারে একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে গোটা সপ্তাহান্তে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। কারা কেন হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অ্যাথলিট ট্রেনে আটকে রয়েছেন। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympics Association)। অ্যাটলান্টিক, নর্দান এবং ইস্টার্ন- ফরাসি রেলের এই তিনটি শাখা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বলে জানা গিয়েছে। এখান থেকেই প্রশ্ন যে ঐতিহ্য, গরিমা অলিম্পিক্স বহন করে এসেছে তা কি আদৌ বজায় রাখতে পারবে প্রেমের শহর?


ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না। দেশে সদ্য সাধারণ নির্বাচন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় প্রশ্ন উঠছে অলিম্পিক্স জেনেও কেন নির্বাচনের দায় নিল ফ্রান্স? ট্রেনে হামলার জেরে আতঙ্কিত সকলেই। ইংলিশ চ্যানেল লাইন, যা আসলে লন্ডন-বেলজিয়াম রুট, তা-ও কার্যত থেমে গিয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড-সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ দর্শকের আজ প্যারিসে পৌঁছনর কথা। মার্সেই থেকে প্যারিস আসছেন ভারতীয় টিমের দুই সেলর নেত্রা কুমানন ও বিষ্ণু সর্বানন। তাঁরা সময় মতো প্যারিসে এসে পৌঁছতে পারবেন কিনা, কেউ জানে না। ভারত থেকেও বিশেষ জওয়ানদের পাঠানো হয়েছে প্যারিসের নিরাপত্তার জন্য। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামিলি কাস্তেরা জানান, যে অ্যাথলিটরা অংশগ্রহণ করছেন, তাঁদের যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কাজ শুরু হয়েছে। দেশজুড়ে ট্রেন হামলা নিয়ে ফরাসি সরকারের তরফে কিছু জানানো না হলেও প্রাথমিক তদন্তে অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসছে। বিক্ষুব্ধ রাজনৈতিক দল এতে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।










































































































































