প্যারিস অলিম্পিক্সের শুরুতেই দুরন্ত ছন্দে ভারতের তিরন্দাজির মেয়েরা

0
4

আগামিকাল থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে কয়েকটি টুর্নামেন্ট। আর শুরুতেই দুরন্ত ছন্দে ভারতের তিরন্দাজির মেয়েরা। এদিন সরাসরি ছাড়পত্র অর্জন করে নিল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন অঙ্কিতা ভকত, ভজন কৌর আর দীপিকা কুমারীরা।

এদিন ভারতীয় তিরন্দাজির মেয়েরা ১১টি বুলস আই এবং ৮৩টি ১০ পয়েন্ট মারেন । অন্যদিকে মোট ২০৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করে কোরিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চিন ও মেক্সিকো। প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ পয়েন্ট কম স্কোর করে ভারত। মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। দলগত বিভাগে ভাল করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভাল ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা। ৬৬৬ পয়েন্ট স্কোর করে ১১তম স্থানে শেষ করেছেন অঙ্কিতা। ভজন কৌর রয়েছেন ২২তম স্থানে। তিনি স্কোর করেছেন ৬৫৯ পয়েন্ট । ৬৫৮ পয়েন্ট স্কোর করে ২৩তম স্থানে রয়েছেন দীপিকা কুমারী।

আরও পড়ুন- বিচ্ছেদের পরও নাতাশার ছবিতে প্রতিক্রিয়া হার্দিকের, মন কেড়েছে নেটিজেনদের