‘মৌসম’ বদলাচ্ছে, মোদি সরকার টিকবে না: অভিষেক, সংসদে দাঁড়িয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ

0
4

এক নড়বড়ে জোট নিয়ে মোদি সরকার চলেছে। আপনাদের বলব, সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে। একের পর এক তোপ দেগে কেন্দ্রয় মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারই জানিয়েছিলেন বাজেট বঞ্চনার জবাব দেবে বুধবার। এদিন বলতে উঠেই এনডিএ সরকারকে নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, সময় বদলেছে, বুঝতে পারছে না বিজেপি। একই সঙ্গে বাংলাকে কত দেওয়া হয়েছে, তা নিয়ে লোকসভার অধিবেশনে দাঁড়িয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তৃণমূল সাংসদ।অভিষেকের কথায়, দেশের মানুষকে বঞ্চনা করছে বিজেপি (BJP)। শরিকদের উপর ভর করে চলেছে। ফলে তাদের তোষণ করতে গিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। জনগণ এবার তাঁদের রায়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা কী চান। কিন্তু এরা জনগণের রায়কে উপেক্ষা করেছে। খোঁচা দিয়ে অভিষেক বলেন, “ওয়াক্ত বদল গ্যায়া হয়”। জনগণ প্রত্যাখ্যান করেছে, বুঝতে পারেনি বিজেপি।

এদিন, তীব্র আক্রণ করে তৃণমূল সাংসদ জানান, শরিক দলগুলিকে তুষ্ট করতেই এই বাজেট পেশ করা হয়েছে মোদি সরকার। তাঁর অভিযোগ, এই বাজেট আসলে দেশবাসীর সঙ্গে প্রতারণা। নির্মলা সীতারমণের পেশ করা বাজেটে এনডিএর দুই প্রধান শরিকদল টিডিপি (TDP) এবং জেডিইউ (JDU) শাসিত দুই রাজ্যের ঝুলি ভরে দিয়েছে। বিপুল আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই ইস্যুতেই দেশের অবিজেপি রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রণ করেন অভিষেক। বলেন, “এই বাজেটে বেছে বেছে ৩টি রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। তা হল তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও কর্নাটক।“ অভিষেকের কথায়, এটা কোনও কাকতালীয় ঘটনা নয়, এই তিন রাজ্যে যেহেতু ক্ষমতায় অবিজেপি দল রয়েছে, তাই এই বঞ্চনা।

লোকসভায় বাজেট বিতর্কে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ যখন বাংলার বঞ্চনা কথা বলছিলেন, তখন বারবার বাধা আসে বিজেপি শিবির থেকে। ভাষণ থামিয়ে তাঁদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ রাজ্যসভায় বলেছেন, কেন্দ্রের সরকার বাংলার প্রকল্পের জন্য গত ১০ বছরে যে টাকা তা বাস্তবায়নে ফেল করেছে রাজ্য। আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, ২০২১ সালে বিধানসভা ভোটে বাংলায় নির্লজ্জভাবে বিজেপি হেরে যাওয়ার পর কেন্দ্রের সরকার ক’পয়সা বা টাকা বরাদ্দ করেছে সে বিষয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করুন”। এরপরেই টিপ্পনি কেটে অভিষেক বলেন, আমি শ্বেতপত্র দেখাতে বলছি আপনি দেখাতে পারছেন না। আর সিএএ-এনআরসি-র নামে আপনি কাগজ দেখতে চাইছেন!

ভাষণের একেবারে শেষ পর্যায়ে অভিষেক আবার বলেন, শরিকদের কাঁধে ভর দিয়ে চলা সরকার বেশিদিন টিকবে না। তাঁর কথায়, “কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বদলনেওয়ালা হ্যায়।“