ভাঙা সম্পর্কের মধ্যেই ফিনিক্স পাখির মতো যিশুর জীবনে নতুন প্রেম, কে সেই সঙ্গিনী!

0
4

তাঁরা একসঙ্গে নেই। একই শহরে থাকা সত্ত্বেও তাঁর লেক গার্ডেন্সের বাড়িতে যেখানে নীলাঞ্জনা ও তাঁদের দুই মেয়ে থাকেন, সেই বাড়িতে থাকছেন না অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishuu Sengupta)। আর নিজের নামের থেকে সেনগুপ্ত পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা (Nilanjana)। এই খবর এখন টলিউডের লাইট-ক্যামেরাগুলোও জানে। তবে, এই মধ্যে বিগ ব্রেকিং হল আবার প্রেমে পড়েছেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা। প্রেমিকা বাঙালি নন, গুজরাটি। নাম শিনাল।কে এই তরুণী?
টিনসেল টাউনের বাসিন্দা এই গুজরাটি তরুণীই এখন অভিনেতা যিশুর (Jishuu Sengupta) ম্যানেজার। ছবি ও ওয়েব সিরিজের কাজে এখন বেশিরভাগ সময়ই মুম্বইতে থাকেন একসময়ের ছোটপর্দা কাঁপানো ‘মহাপ্রভু’। বলিউডে একের পর এক ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও পা রেখেছেন সুদর্শন বাঙালি অভিনেতা। সেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। মুম্বইতে (Mumbai) যিশুর ম্যানেজার হিসেবে রয়েছেন শিনাল। সেখানে তাঁরা লিভ-ইন করছেন বলেও গুঞ্জন। আর সেই কারণেই না কি ভেঙেছে যিশু-নীলাঞ্জনার সংসার!এখনও আইনত বিচ্ছেদ হয়নি যিশু-নীলাঞ্জনার- এমনটাই সূত্রের খবর। এখন সেই সম্পর্কে ইতি টানার পরে শিনালের সঙ্গেই না কি গাঁটছড়া বাঁধবেন যিশু।