একাদশ শ্রেণিতে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষার আগে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal council of higher secondary education)। এবছর আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে না উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষায়। প্রভিশনাল সার্টিফিকেটের মাধ্যমেই দিতে হবে পড়ুয়াদের। আগামী ৩০ অগাস্ট দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBBHS)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংসদের স্কুল পোর্টালে আপলোড করা হবে সেই সার্টিফিকেটের অনলাইন কপি। তা ডাউনলোড করে প্রিন্ট বের করে পড়ুয়াদের মধ্যে বিলি করবে স্কুল। তাতে ত্রুটি থাকলে, ১০ সেপ্টেম্বরের মধ্যে সংসদের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে স্কুলগুলিকে। সংশোধন করে দেবে সংসদ। এবং চূড়ান্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে আগামী নভেম্বর মাসে ক্যাম্প অফিস করেই।আগামী ২৯ জুলাইয়ের মধ্যে পোর্টালে রেজিস্ট্রেশনের চেকলিস্ট প্রকাশ করা হবে। এই তালিকায় থাকবে ছবি ছাড়া এবং সইয়ের ভুল থাকা রেজিস্ট্রেশনগুলি। এগুলি ঠিক করার সময় ২৯ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত। তবে এই সংশোধন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। যদি, স্কুলগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধনগুলি না করে, তাহলে সেটাই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে।
আরও পড়ুন- পিএফে একমাসের বেতন আসলে চালাকি! বেকারের সংখ্যা মোদি আমলে সর্বাধিক!










































































































































