কাজে গিয়ে আচমকা অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে (Bangladesh) আটকে গিয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar)। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ফলে উৎকণ্ঠা বাড়ছিল। অবশেষে সোমবার ভোরে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন পবিত্র সরকার। ফিরেই তাঁর আশা এবার পরিস্থিতি শান্তু হবে। তবে, কাজ হয়নি বলে হতাশ প্রবীণ শিক্ষাবিদ (Educationist)।
আমন্ত্রণ পেয়ে পবিত্র সরকার (Pabitra Sarkar) গিয়েছিলেন প্রতিবেশী দেশে। কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে আচমকা উত্তার হয়ে ওঠে বাংলাদেশ। আটকে পড়েন তিনি। এপারে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। অবশেষে বাংলাদেশেরই দুই শীর্ষ আমলার সাহায্যে এদিন ভোরে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন তিনি। ফিরে জানান, প্রধানমন্ত্রী হাসিনার অন্যতম উপদেষ্টা কবি কামাল নাসের ও আরেক আধিকারিক রোহন কুদ্দুসকে ফোন করে সাহায্যের কথা বলেছিলেন। তাঁরাই আগাম একটি বিমান টিকিটের ব্যবস্থা করে দেন।
যদিও বর্ষীয়ান শিক্ষাবিদ জানান, তিনি যেখানে ছিলেন সেখানে কোনও আতঙ্ক ছিল না। তাঁকে যত্ন করে বাবার মতো করেই তাঁকে যত্ন করে রেখেছিলেন। তবে যে কাজে গিয়েছিলেন, সেটা কাজ হয়নি। তিনি বাড়িতে বসেই শুনতে পান চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সর্বত্র সংঘর্ষ হয়েছে। তবে পবিত্র সরকারের আশা, সুপ্রিম কোর্টের রায়ে কোটা কমানোর পর ছাত্ররা নিজেদের আন্দোলন থামাবেন।











































































































































