বেআইনি রাস্তা তৈরি প্রতিবাদ, মধ্যপ্রদেশে জীবন্ত মাটি চাপা দুই মহিলাকে!

0
4

নৃশংসতার চরম নির্দশন! বেআইনি রাস্তা তৈরির প্রতিবাদ করায় দুই মহিলাকে মাটি চাপা দিয়ে দেওয়া হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh)। আংশিক মাটি চাপা অবস্থা থেকে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। তবে অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ মধ্যপ্রদেশ প্রশাসন।

মধ্যপ্রদেশের রেওয়া (Rewa) জেলার হিনোটা জোরোট গ্রামে মোরাম (murram) রাস্তা তৈরি নিয়ে গ্রামের দুই মহিলা প্রতিবাদ জানান। রাস্তা তৈরি বেআইনি দাবি জানিয়ে তাঁরা যখন প্রতিবাদ জানাচ্ছিলেন সেই সময়ই তাঁদের দেওয়া হয় মর্মান্তিক শাস্তি। যে মোরামের গাড়ি আটকানোর জন্য প্রতিবাদ করছিলেন তাঁরা, সেই ট্রাক উল্টে পুরো মোরাম তাঁদের উপর ফেলে দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়।

মমতা পাণ্ডে ও আশা পাণ্ডে নামে দুই মহিলা আংশিক চাপা পড়ে যান মোরামে। কোনওমতে স্থানীয়দের ডাকাডাকি করেন তাঁরা। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে। মাঙ্গোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত ট্রাকের চালক পলাতক। সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পরে তৎপর হয় পুলিশ।