রবিবার ২১ জুলাই। প্রতিবছরের মতো এবছরও ধর্মতলায় (Dharmatala) শহিদ দিবস (Sahid Dibas) পালন তৃণমূল কংগ্রেসের (TMC)। রবিবাসরীয় সভায় কর্মী, সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন রোদ, বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার শহিদ সভায় রেকর্ড জনসমাগম চোখে পড়ে। তবে এবছর শহিদ দিবসের গুরুত্ব অন্যান্য বছরের তুলনায় একটু হলেও আলাদা। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বড় সাফল্যের পর এদিন ছিল তৃণমূলের মেগা কর্মসূচি। সকাল সকাল দলনেত্রীর বার্তা শুনতে ভিড় জমান কর্মী, সমর্থকরা। এদিন একদিকে যেমন দলের প্রথম সারির নেতা-কর্মীরা নজর কেড়েছেন তাঁদের পাশাপাশি সমানভাবে নজরে এসেছেন টলিপাড়ার কলাকুশলীরা। না তাঁদের সবার পরিচয় যে শুধুমাত্র রুপোলী পর্দায় সীমাবদ্ধ তা নয় রাজনীতিতেও অনেকের অবদান বিশেষ উল্লেখযোগ্য।



রবিবাসরীয় শহিদ মঞ্চে কোন তারকারা নজর কাড়লেন?
• দেব (ঘাটালের তৃণমূল সাংসদ, অভিনেতা)
• রাজ চক্রবর্তী (ব্যারাকপুরের বিধায়ক )
• সায়নী ঘোষ (যাদবপুরের সাংসদ, অভিনেত্রী)
• জুন মালিয়া (মেদিনীপুরের নব নির্বাচিত সাংসদ, অভিনেত্রী)



• রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলির সাংসদ, অভিনেত্রী)
• ইউসুফ পাঠান (বহরমপুরের সাংসদ, প্রাক্তন ক্রিকেটার )
• কীর্তি আজাদ (বর্ধমান-দুর্গাপুরের সাংসদ, প্রাক্তন ক্রিকেটার)
• সোহম চক্রবর্তী (অভিনেতা, বিধায়ক)
• কাঞ্চন মল্লিক (উত্তরপাড়ার বিধায়ক, অভিনেতা )
• লাভলী মৈত্র (সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী)
• সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরাহনগরের বিধায়ক)
• সুদেষ্ণা রায় (চিত্র পরিচালক)
• নচিকেতা চক্রবর্তী (সঙ্গীতশিল্পী)
• শ্রীতমা ভট্টাচার্য (অভিনেত্রী)
• সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (অভিনেত্রী)
• ভাস্বর চট্টোপাধ্যায় (অভিনেতা)
• সৌমিতৃষা কুণ্ডু (অভিনেত্রী)





তবে এদিনের অনুষ্ঠানে তারকাদের মধ্যে কাউকে বিশেষভাবে বক্তব্য রাখতে দেখা না গেলেও শহিদ সমাবেশের মঞ্চে একক সঙ্গীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী। এদিন মোদি সরকারের ভরাডুবি এবং দিল্লির সরকারের পরিবর্তনের পক্ষে জোর সওয়াল করে নতুন একটি গান শোনান তিনি। গতবারের মতো চলতি বছরেও তাঁর জীবনমুখী গান কর্মী, সমর্থকদের উজ্জীবিত করে।









































































































































