বিদ্যুতের মাশুল নিয়ে বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিজেপির মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার হাই কোর্ট নির্দেশে জানিয়েছে, ২৬ জুলাই করতে হবে মিছিল এবং অবস্থান।
প্রতিবাদে মিছিলের কর্মসূচি নিয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু তা না পেয়ে , হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। শুক্রবার শুনানি পর্বে, আদালত নির্দেশ দেয় দিন পরিবর্তন করে এই মিছিল এবং অবস্থান করতে হবে ২৬ জুলাই। দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত করা যাবে মিছিল। ১ হাজার নেতা,কর্মী, সমর্থককে নিয়ে করা যাবে মিছিল। তবে কোনওভাবেই মানুষের অসুবিধা করা যাবে না। ওইদিন যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তাই পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে করতে হবে কর্মসূচি।
যদিও এদিন শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, সিইএসসি এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল বাড়েনি। যে কারণে এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি, সেটা মোটেই ঠিক নয় । বিজেপির তরফ থেকে এখনও সিইএসসির কাছে কোনও অভিযোগ জানানো হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করলে সমস্যা নেই। ওয়াই চ্যানেলের অবস্থান থেকে প্রতিনিধিদল গিয়ে দাবিপত্র জমা দিয়ে আসতে পারেন।






































































































































