লঙ্কানদের বিরুদ্ধে ঘোষণা ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল

0
4

ঘোষণা হয়ে গেল শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল। টি-২০ দলের অনিধিনায়ক সূর্যকুমার যাদব। একদিনের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলে রয়েছেন বিরাট কোহলিও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর।

জল্পনা ছিলই। বৃহস্পতিবার তাতে পড়ল সিলমোহড়। টি-২০ ফর্ম্যাটে যে হার্দিক পান্ডিয়ার ওপর নেতৃত্বের ভার দেওয়া হবে তা কার্যত পরিস্কার ছিল। কারণ টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের ছোট ফর্ম্যাটে নেতা হিসাবে পছন্দ সূর্যকে। লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ দলে রয়েছেন রিঙ্কু সিং, রিয়ান পরাগ। দলের উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন । অপর দিকে একদিনের সিরিজে দলে ফিরেছেন শ্রেয়স আইয়র। ফিরেছেন কেএল রাহুলও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। ২৭ জুলাই থেকে শুরু টি-২০ সিরিজ। একদিনের সিরিজ শুরু ২ আগস্ট থেকে।

একনজরে ভারতের টি-২০ দল-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

একনজরে ভারতের একদিনের দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়র, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

আরও পড়ুন- কলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান