ইংল্যান্ডের কোচের দৌড়ে গুয়ার্দিওয়ালা, রয়েছেন ক্লপও

0
3

ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। গ্যারেথ সাউথগেটের জুতোয় এবার পা গলাবেন কে? এটাই এখন প্রশ্ন। নতুন ম্যানেজার খুঁজতে তড়িঘড়ি আসরে নেমে পড়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনোর নাম শোনা যাচ্ছে। তবে সবার উপরে উঠে আসছে ম্যানঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার নাম। এমনও জানা গিয়েছে, ম্যানসিটির সঙ্গে গুয়ার্দিওলার চুক্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ইংল্যান্ড।

গুয়ার্দিওলার পাশাপাশি জুর্গেন ক্লপের নামও সামনে এসেছে। ফুটবল বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, ইংল্যান্ডের জাতীয় দলের হাল ফেরাতে এই দুজনের মধ্যে একজনকে দরকার। যদিও লিভারপুলের দায়িত্ব ছেড়ে কিছুদিন কাজ থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন ক্লপ। দীর্ঘদিন ধরে ট্রফিহীন থাকা লিভারপুলকে এই ক্লপই এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ। অন্যদিকে, দায়িত্ব নিয়ে ম্যানসিটিকে পুরো বদলে দিয়েছেন গুয়ার্দিওলা। তবে সিটির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৫ পর্যন্ত। শোনা যাচ্ছে, গুয়ার্দিওলার জন্য অপেক্ষা করে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলিকে দায়িত্ব দেওয়া হতে পারে।

টানা আটবছর দায়িত্বে থাকার পর ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাউথগেট। ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সাউথগেট ইংল্যান্ডকে দুবার ইউরোর ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করাতে পারেননি। দেখতে গেলে, ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর বড় মাপের আন্তর্জাতিক কোনও খেতাবও জিততে পারেনি ইংল্যান্ড ফুটবল দল।

আরও পড়ুন- মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি গেল আর্জেন্তিনার ক্রীড়া বিভাগের কর্মীর, কিন্তু কেন ?