রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার কেস ডায়েরি চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে রক্ষাকবচ বহালই থাকছে।এর আগে ওই ২৬টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশও বহাল রেখেছে আদালত।
বৃহস্পতিবারের নির্দেশের পরে অনেকেই মনে করছেন, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে হাই কোর্ট। ২০২২ সালেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। জানা গিয়েছে যে তিনি দলবদল করে অন্য দলের প্রতীকে জয়ী হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হয়েছে। বৃহস্পতিবারের নির্দেশের পরে মনে করা হচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে হাই কোর্ট।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে, ২০২২ সালেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তিনি আবেদন করে বলেছিলেন, দলবদল করার পরে তাঁর বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত’ ভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাই হয় ওই এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, অন্যথায় ওই সমস্ত অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই সময়েই বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে। এদিন সেই নির্দেশও বহাল রেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।






































































































































