আরও বেশি বেতন। আর একটু ভালো জীবন। পরিবারের আরেকটু সুবিধাজনক পরিস্থিতি। এই মোহে রাজ্য কেন, দেশ ছেড়ে বিদেশে গিয়ে কাজ করার তাগিদ ভারতীয় শ্রমিকদের যুগ যুগান্তর ধরে চলে আসছে। শ্রমিকদের অসহায়তার সুযোগ নিয়ে রাশিয়ার হয়ে তাঁদের যুদ্ধ করার কাজেও লাগানো হয়েছে। তারপরেও কাজের আশায় আফ্রিকার (Africa) দেশে গিয়ে আটকে পড়েছেন ২৭ জন শ্রমিক। কোনওমতে মোবাইল রিচার্জ করে একটি ভিডিও বার্তা পাঠিয়ে ভারতের প্রশাসনের কাছে তাঁদেরকে উদ্ধার করার আবেদন জানিয়েছেন ঝাড়খণ্ডের (Jharkhand) শ্রমিকরা।
মার্চমাসে ঝাড়খণ্ডের বোকারো, হাজারিবাগ, গিরিডি থেকে প্রায় ২৭ জন যুবক এক ঠিকাদার সংস্থার হাত ধরে আফ্রিকার ক্যামেরুনে (Cameroon) পাড়ি দেয়। সেখানে নির্মাণকাজে (construction work) লাগানো হয় তাঁদের। কাজ করিয়ে চারমাস বেতনও দেওয়া হয়নি। একে একে মোবাইল রিচার্জের টাকা, খাবার কেনার টাকা থেকে পানীয় জল কেনার টাকাও শেষ হয়ে গিয়েছে তাঁদের। শেষ পর্যন্ত কোনওমতে একটি ভিডিও বার্তা পাঠাতে পেরেছেন তাঁরা।
পরিবারের পাশাপাশি সরকারের কাছে তাঁরা তাঁদের উদ্ধার করার আবেদন জানিয়েছেন। তাঁদের বার্তার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক সুরক্ষা মন্ত্রী বেবি দেবি এই বার্তা পাওয়ার পরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) কাছে শ্রমিকদের উদ্ধারের আবেদন জানিয়েছেন।