ডোমজুড়ে তালিবানি শাসন! চুরির অভিযোগে পরিচারিকার পরিবারের চুল কেটে ‘শাস্তি’

0
2

ব্যবসায়ীর বাড়ির পরিচারিকার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ঘিরে হাওড়ার ডোমজুড়ে (Domjur, Howrah)কার্যত ‘তালিবানি’ শাসনের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, বাড়ির পরিচারিকাকে ‘চোর’ অপবাদ দিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়ে পরিবারের সবার চুল কেটে দেওয়ার অভিযোগ একটি ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে। পাশাপাশি ওই পরিবারকে গ্রাম ছাড়ার নিদানও দেওয়া হয়। আতঙ্কে লিলুয়ার জগদীশপুরের একটি ‘ভাড়া’ বাড়িতে তাঁরা আশ্রয় নেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে পুলিশের। ইতিমধ্যেই আবু হাসান লস্কর, ইশা লস্কর ও শ্যাম লস্কর নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনেরই বাড়ি ডোমজুড়ের নিউ কোড়োলায়। এই ঘটনায় হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী (Praveen Tripathi) জানান, তদন্ত চলছে। আক্রান্ত পরিবারকে উদ্ধার করে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।