দেশ জুড়ে গত কদিনের চর্চায় শুধুই আম্বানি পরিবারের বিয়ের খবর। পাঁচ হাজার কোটির বিয়ে দেখে কি এবার হাইপ্রোফাইল বিয়ে করার সাধ জাগল দেশের সব তরুণের! উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের (Gaziabad, Uttarpradesh)ইন্দ্রপুরীর বাসিন্দা বীরেন্দ্র (Virendra) অবশ্য সেইরকম কাণ্ডই করে দেখিয়েছেন। মানে বিয়ে যখন করবেন তখন সকলকে তাক লাগিয়ে দেবেন ভাবনা থেকেই এবার বিয়ে করে আকাশপথে নববধূকে উড়িয়ে নিয়ে গেলেন। বাঘপত জেলার মাভিকলন গ্রামের নার্সিং পড়ুয়া প্রতিভাকে (Pratibha)বিয়ে করতে হেলিকপ্টারে সওয়ার হলেন পাত্র। ফিরলেনও একই ভাবে। আপাতত তিনিই চর্চার কেন্দ্রবিন্দু।

গ্রামের বিয়েতে বর যে হেলিকপ্টারে চড়ে আসতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি মাভিকলনের বাসিন্দারা।হেলিকপ্টারের সঙ্গে গ্রামবাসীদের একাংশ ছবিও তোলেন। পাত্রীর বাবা গ্রামের প্রধান। তিনি বলছেন অন্যরকম ভাবে বর আসতে দেখে সাময়িক উত্তেজনা তৈরি হয় তবে বিয়ে সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে। বীরেন্দ্রর সারপ্রাইজে খুশি নববধূও। এই ঘটনার কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই বলছেন সবটাই আসলে অনন্ত – রাধিকার রাজকীয় বিয়ের এফেক্ট!










































































































































