মৃতদেহ বসে আছে বিছানার ওপর, গলায় নাইলনের দড়ি, দমদম এয়ারপোর্ট সংলগ্ন হোটেলের দরজা খুলে চোখ কপালে পুলিশের। খাস কলকাতায় ফের এক মৃত্যু ঘিরে দান বাঁধল রহস্য। হোটেল থেকে উদ্ধার হয়েছে আন্দামানের (Andaman) ওই বাসিন্দার দেহ।

জানা গিয়েছে, অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে হোটেলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হোটেলে পৌঁছনোর পর দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ। তবে যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছে, তাতে মৃত্যু স্বাভাবিক কি না, সেই প্রশ্ন উঠছে।

গত ১৩ জুলাই আন্দামান (Andaman) নিকোবরের বাসিন্দা আর শ্রীনিবাস রাও কলকাতায় এসেছিলেন কর্মসূত্রে। বিমানবন্দর সংলগ্ন হোটেলেই ওঠেন তিনি। দু’দিনের জন্য হোটেলের রুম বুক করেন। গতকাল, সোমবার চেক আউট করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি রুম থেকে বেরননি। সকাল সাড়ে ১১ টা বেজে যাওয়ার পরও তিনি না বেরনোয় হোটেলের কর্মীরা দরজার কাছে গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে তাঁরা খবর দেন বিমানবন্দর থানায়। বিমানবন্দর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেই চমকে ওঠেন।

হোটেলের এক কর্মীর কথায়, ওই ব্যক্তির গলায় নাইলনের দড়ি জড়িয়ে পাখার সঙ্গে বাঁধা। খাটের ওপর বসা অবস্থায় ছিল মৃতদেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। পরিবারকে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যার ঘটনা। তবে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ইউটিউব দেখে বোমা তৈরি! তারপর যা ঘটল জয়নগরের তরুণের সঙ্গে…








































































































































