চিকিৎসাক্ষেত্রে বাংলার মুকুটে নয়া পালক, এবার শিশুদের ডায়াবেটিক ক্লিনিককে জাতীয় স্বীকৃতি

0
2

চিকিৎসাক্ষেত্রে বাংলার মুকুটে যোগ হল নয়া পালক। শিশুদের ডায়াবেটিস চিকিৎসায় গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। বছর তিনেক আগে এসএসকেএম হাসপাতালে ছোটদের ডায়াবেটিস চিকিৎসায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পকে এবার অনুসরণ করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

বেঙ্গল মডেলকে অনুসরণ করেই শিশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কর্মসূচি চালু হবে কেন্দ্রীয় নন-কমিউনিকেবল ডিজিজ বা জুভেনাইল এনসিডি প্রকল্পে। তিন বছর আগে পাইলট প্রোজেক্ট হিসেবে এসএসকেএমেই প্রথম চালু হয়েছিল এই ক্লিনিক। পরেটা ধাপে ধাপে গোটা রাজ্যে ছড়িয়ে দেয় স্বাস্থ্য দফতর। বর্তমানে ছোটদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পরিষেবা মেলে কলকাতা-সহ বেশ কিছু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দারুণ সাফল্য মেলায় প্রকল্পটি এবার নজরে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এই বেঙ্গল মডেলকেই ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছে কেন্দ্র।

চলতি বছরই বাংলাকে অনুসরণ করে দেশ জুড়ে জুভেনাইল এনসিডি প্রকল্পে শুরু হবে বিভিন্ন কর্মসূচি। বড়দের পাশাপাশি এবার ছোটদের কথা ভেবে বিভিন্ন জেলা হাসপাতালে শুরু হবে এই প্রকল্প। উপকৃত হবে ডায়াবেটিসে আক্রান্ত ১৩ লক্ষেরও বেশি শিশু।

আরও পড়ুন- ভবানীপুরের যদুবাবুর বাজারে হানা টাস্ক ফোর্সের! দামের তালিকা টাঙানোর নির্দেশ