ভবানীপুর ৭৫ পল্লির খুঁটি পুজোয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা

0
2

পুজোর আর ৯০ দিনও বাকি নেই, তার পরেই মায়ের আগমন। ফলে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় খুঁটি পুজোর তোড়জোড়। এদিন ভবানীপুরের ৭৫ পল্লিতে হয়ে গেল খুঁটিপুজো। কলকাতার বিভিন্ন বিখ্যাত যে মণ্ডপগুলি দেখার জন্য মানুষের ঢল নামে তার মধ্যে অন্যতম এই ৭৫ পল্লি।

রবিবার এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার ও অসীম বসু।মুখ্যমন্ত্রীর ‘ধর্ম যার যার উৎসব সবার’ স্লোগানকে মাথায় রেখে এই খুঁটিপুজোয় সামিল করা হয় বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরও। এদিন খুঁটিপুজোয় সামিল হয়ে মালা রায় বলেন, দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু পুজো প্যান্ডেলের মধ্যে অন্যতম ভবানীপুরের ৭৫পল্লির পুজো। তাই এই পুজোর খুঁটি পুজোয় সামিল হয়ে খুবই ভালো লাগছে। এছাড়া তিনি সকলকে আগাম পুজোর শুভেচ্ছাও জানান। অন্যদিকে দেবাশীষ কুমারও ভবানীপুর ৭৫পল্লি পুজো কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। অন্যদিকে তিনি সকল ধর্মগুরুদের ধন্যবাদ জানান এই খুঁটিপুজোয় সামিল হওয়ার জন্য।