বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও ভ্যাপসা গরম কিছুতেই পিছু ছাড়ছে না। যার জেরে রীতিমতো নাজেহাল শহরবাসী। তবে রবিবার দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। কিন্তু এদিন হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামী সাত থেকে দশ দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ।



আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে অসম-ঝাড়খণ্ড-গুজরাটে একটি ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি।
এই পরিস্থিতিতে বৃষ্টির দেখা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গে। যার জেরে সোমবার থেকে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।











































































































































